131
Points
Questions
29
Answers
44
-
যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ আসনে বিজয়ী হন।
- 632 views
- 2 answers
- 0 votes
-
‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে আরও কিছু তথ্যঃ
১। চীনা ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক >>> চাই সি
২। জাপানী ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক >>> কাজুহিরো ওয়াতানাবে
৩। ইংরেজি ভাষায় ‘‘অসমাপ্ত আত্মজীবনী’’ গ্রন্থটির অনুবাদক >>> ফকরুল আলম
৪।আরবিতে অনুবাদ করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এম পি- 606 views
- 2 answers
- 0 votes
-
অ্যান্ড্রয়েড মোবাইলে এয়ারপ্লেন মোড অপশন কেন থাকে?
মোবাইল ফোন এর প্রোফাইল মেনুতে এই অপশন টি খুজে পাবেন।এয়ারপ্লেন মোডের কাজ কী?
এয়ারপ্লেন মোড আপনার ফোনের সব ধরনের ওয়্যারলেস ফাংশন নিষ্ক্রিয় রাখে। যার মধ্যে রয়েছে-* মোবাইল সংযোগ: আপনি কল করতে পারবেন না, টেক্সট মেসেজ পাঠাতে পারবেন না বা ইন্টারনেট ব্যবহারের জন্য মোবাইল ডেটা ব্যবহার করতে পারবেন না।
* ওয়াই-ফাই : আপনার ফোনো বিদ্যমান থাকা সব ধরনের ওয়াই-ফাই সংযোগগুলো নিষ্ক্রিয় হবে এবং কোনো নতুন ওয়াই-ফাই সংযোগের সঙ্গে যুক্ত হবে না।
* ব্লুটুথ : ব্লুটুথ হচ্ছে খুব সীমিত রেঞ্জের সংযোগ, যা আপনার ফোনকে স্পিকার, হেডফোন এবং আরো কিছুর সঙ্গে সংযুক্ত হওয়ার সুবিধা দেয়। এয়ারপ্লেন মোড এটিকে নিষ্ক্রিয় রাখে।
জিপিএস একটু ভিন্ন প্রকৃতির। এটি কোনো রেডিও তরঙ্গ প্রেরণ করে না। আপনার ফোনের মডেলের ওপর নির্ভর করে এয়ারপ্লেন মোড জিপিএস বন্ধ রাখতে পারে কিংবা চালু রাখতে পারে। যদিও গুগল ম্যাপসের মতো অ্যাপসগুলো কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করে, তবে লাইভ ট্র্যাফিকের মতো ফিচারগুলো এয়ারপ্লেন মোডে কাজ করবে না।
এয়ারপ্লেন মোড ব্যাটারি সাশ্রয় করে?
হ্যাঁ, এয়ারপ্লেন মোড স্পষ্টভাবে আপনার ডিভাইসের ব্যাটারি লাইফ রক্ষায় সাহায্য করে। কারন বিভিন্ন রেডিও তরঙ্গের কার্যক্রমে ফোনের অনেক শক্তির প্রয়োজন হয় যেমন ওয়াই-ফাইয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের নোটিফিকেশন, ব্লুটুথ ডিভাইসগুলোর সঙ্গে যোগাযোগ, মোবাইল টাওয়ারের সঙ্গে যোগাযোগ রক্ষা, লোকেশন চেক করা প্রভৃতি। এসব কাজ ফোনের ব্যাটারি শক্তি শেষ করে, এয়ারপ্লেন মোড একসঙ্গে সবকিছু নিস্ক্রিয় করে দেওয়ায় ফোনের ব্যাটারি শক্তি দারুন ভাবে সাশ্রয় হয়।এয়ারপ্লেন মোডে ওয়াই-ফাই ব্যবহার করা যায়?
এটা নির্ভর করে আপনার মোবাইল ডিভাইসের ওপর। তবে বেশিরভাগ আধুনিক ফোনগুলো ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা দেয়, ফোন এয়ারপ্লেন মোডে থাকা সত্ত্বেও। আপনি যখন এয়ারপ্লেন মোড চালু করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি ম্যানুয়ালি আবার ওয়াই-ফাই চালু করতে পারবেন।এয়ারপ্লেন মোডে ব্লুটুথ কাজ করে?
এটা নির্ভর করে আপনার মোবাইল ডিভাইসের ওপর। এয়ারপ্লেন মোড চালু করার পর স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথ নিষ্ক্রিয় হয়ে গেলেও, বেশিরভাগে ফোনে ম্যানুয়ালি আবার ব্লুটুথ চালু করা যায়। বিমান সংস্থাগুলো ব্লুটুথের ব্যাপারে খুব বেশি উদ্বিগ্ন নন, কারণ এর রেঞ্জ খুব সীমিত।এয়ারপ্লেন মোডে ডাটা ব্যবহার করা যায়?
না। কারণ এয়ারপ্লেন মোড আপনার ফোনকে মোবাইল নেওয়ার্ক টাওয়ারের সঙ্গে সংযুক্ত হতে বাধা দেয়। তাই এই মোডে কোনো ধরনের ডাটা ব্যবহার করতে পারবেন না।এয়ারপ্লেন মোডে ফোনের অ্যালার্ম কাজ করে?
হ্যাঁ। অ্যালার্ম স্বাভাবিক থাকবে এয়ারপ্লেন মোডেও। অ্যালার্ম ইন্টারনেট কানেকশনের ওপর নির্ভর করে না। অ্যালার্ম অ্যাপ অন করে নিশ্চিতে অ্যালার্ম সেট করুন। এয়ারপ্লেন মোডে যদিও ইন্টারনেট ব্যবহার করা যায় না, তবে ভয়েস কমান্ডের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য অ্যালার্ম সেট করতে পারে।এয়ারপ্লেন মোডে ফোনে কল কিংবা মেসেজ আসবে?
না, কারণ এয়ারপ্লেন মোডে মোবাইল কানেকশন বন্ধ হয়ে যায়। আপনার ফোন এয়ারপ্লেন মোডে থাকা অবস্থায় কেউ যদি আপনাকে ফোন করে তাহলে ফোন বন্ধ রয়েছে শোনাবে।মিউজিক যেভাবে উপভোগ করবেন এয়ারপ্লেন মোডে
এয়ারপ্লেন মোডে ইন্টারনেট বন্ধ থাকায় গুগল প্লে মিউজিক, স্পোটিফাইয়ের মতো মিউজিক স্ট্রিমিং অ্যাপগুলো কাজ করবে না।- 788 views
- 1 answers
- 0 votes
-
ঝিনাইদাহ জেলা কোথায়?
ঝিনাইদাহ জেলার অবস্তানঃ দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার ঝিনাইদহ। এর উত্তরে রয়েছে কুষ্টিয়া জেলা ,পূর্বে মাগুরা, দক্ষিণে যশোর ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা ও চুয়াডাঙ্গা জেলা।
ঝিনাইদহ জেলা ২৩.১৫’ উত্তর অক্ষাংশ থেকে ২৩°.৪৫³ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°.৪৫’ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°.১৫’ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।
ঝিনাইদাহ জেলার আয়তন কত?
ঝিনাইদাহ জেলার আয়তনঃ জেলার মোট আয়তন ৭৫৮ বর্গমাইল (১৯৪১.৩৬ বর্গ কিমি)।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য.।
- 601 views
- 1 answers
- 0 votes
-
সুন্দরবনকে
- 657 views
- 2 answers
- 0 votes
-
জামালপুরে
- 750 views
- 2 answers
- 0 votes
-
৯৮% শতাংশ ঔষুধ দেশেই উৎপাদিত হয়।
- 453 views
- 2 answers
- 0 votes
-
৯৩% শতাংশ জনগণ বিদ্যুতের আওতায়।
- 530 views
- 2 answers
- 0 votes
-
১৯৬৯ সালে।
- 1447 views
- 2 answers
- 0 votes
-
২৮ জুন ১৯১৯ সালে
- 626 views
- 2 answers
- 0 votes