131
Points
Questions
29
Answers
44
-
সুস্মিতা সেন
সুস্মিতা সেন সর্বপ্রথম ভারতীয় মহিলা যিনি মিস ইউনিভার্স পুরস্কার পেয়ে ছিলেন।
- 649 views
- 2 answers
- 0 votes
-
ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি ছিলেন আন্না চন্ডী।
- 602 views
- 2 answers
- 0 votes
-
রম্বসের বৈশিষ্ট্য:
(i) রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান।
(ii) রম্বসের কর্ণদুটির দৈর্ঘ্য অসমান।
(iii) রম্বসের কর্ণদুটি পরষ্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
(iv) রম্বসের কোণগুলি সমকোণ নয়, কিন্তু চারটি কোণের সমষ্টি 4 সমকোণের সমান।- 727 views
- 2 answers
- 0 votes
-
আনসার মোড এর হেড অফিস কোথায়?
– আনসার মোড এর হেড অফিস
মোঃ মহি উদ্দীন
বিষয়খালী
খাড়িখালী
ঝিনাইদাহ – ৭৩০০
বাংলাদেশওয়েবসাইটঃ www.answersmode.com/bn
ইমেইলঃ info@answersmode.com
মোবাইলঃ ০১৯১৩৯১৭৩৫০আনসার মোড লোকেশন দেখতে এখানে ক্লিক করুন।
আনসার মোড পরিচালনা করা হয় উপরের লোকেশন থেকে। মানে আমাদের হেড অফিস থেকে।
- 868 views
- 1 answers
- 0 votes
-
দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন? বিজ্ঞান কি বলে?
চিকিৎসা বিজ্ঞানের গবেষনায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যেসব মারাত্মক ক্ষতি হয় আসুন তা জেনে নেই।
১- দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোনে চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু বের হতে পারেনা। বরং তা উপর দিকে উঠে যায়। ফলে অস্থিরতা বাড়ে, রক্ত চাপ বাড়ে, হৃদযন্ত্রে স্পন্দন বাড়ে, খাদ্যনালী দিয়ে বার বার হিক্কা আসতে থাকে।
২- দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে ফলে সহজেই ওইসব দূষিত পদার্থ বের হয়ে যায়।
৩- দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃ্ষ্টি হয়।
৪- দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে।
৫- যারা নিয়মিত দাড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস, কিডনী রোগ হবেই।
৬- দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌনশক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গ নরম হয়ে যায় এবং সহজে সোজা ও শক্ত হতে চায় না। উত্তেজনার সময় যদিও শক্ত হয় কিছুক্ষন পর কিছু বের না হতেই তা আবার ছোট ও নরম হয়ে যায়।
৭- দাঁড়িয়ে প্রস্রাব করলে পরিবেশ দূষিত হয়। সেই দূষিত বায়ু আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে।
৮- দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিটে দেহে ও কাপড়ে লাগে ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে।
স্বাস্থ্য বিজ্ঞান বলে উপরোক্ত দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রস্রাব করা উচিত।
অথচ সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) চৌদ্দশত বছর আগেই দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্রাব করার আদেশ দিয়েছেন।
“ওমর (রাযিঃ) বলেন- নবী (সাঃ) কোন একদিন আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন, হে ওমর তুমি কখনই দাঁড়িয়ে প্রস্রাব করবে না। এরপর আমি আর কখনই দাঁড়িয়ে প্রস্রাব করিনি” ||
[তিরমীযি হাদীস/১২]
- 790 views
- 1 answers
- 0 votes
-
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নিচে আরিফ আজাদ এর ৩টি বই ডাউনলোড করার লিংক দিলাম।
* প্যারাডক্সিক্যাল সাজিদ Pdf Download – (Paradoxical Sajid Pdf Download) (লেখকঃ আরিফ আজাদ | পৃষ্ঠা: ১৭০| সাইজ: ২ মেগাবাইট।)
* প্যারাডক্সিক্যাল সাজিদ ২ pdf download (paradoxical sajid 2) (লেখকঃ আরিফ আজাদ | পৃষ্ঠা: ২৩৫| সাইজ: ৬.৭ মেগাবাইট) ফ্রী ডাউনলোড
* আরজ আলী সমীপে pdf ফ্রী ডাউনলোড
* সত্যকথন pdf ফ্রী ডাউনলোড – সত্যকথন (১-৩০০ পর্ব)
লেখক : আরিফ আজাদ, আসিফ আদনান, আশিক রহমান নিলয়, জাকারিয়া মাসুদ, মুহাম্মদ মুশফিকুর রহমান মিনার, মুহাম্মদ শাকিল হোসাইন, মুহাম্মদ তোয়াহা আকবর, শিহাব আহমেদ তুহিন, তানভীর আহমেদ |আরিফ আজাদ এর প্যারাডক্সিক্যাল সাজিদ সহ সকল বই এর ডাউনলোড করার লিংক পাবেন believersmedia।
- 798 views
- 1 answers
- 0 votes
-
কম্বাইন্ড অপজিশন পার্টি।
- 694 views
- 1 answers
- 0 votes
-
ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
- 682 views
- 2 answers
- 0 votes
-
পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে যুগ্ম সম্পাদক এর পদ পান।
এটি ছিল – ১৯৪৯ সালের ২৩ জুন
- 555 views
- 2 answers
- 0 votes
-
১৯৫২ সালের ১৪ তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে অনশন শুরু করেন।
- 580 views
- 2 answers
- 0 votes