122
Points
Questions
54
Answers
35
-
এন্টিবডি হচ্ছে রক্তের উপাদান। এই এন্টিবডির উপর ভিত্তিকরে রক্তের গ্রুপ নির্নয় করা হয়। এন্টিবডি দুই ধরনের।,
- 1689 views
- 1 answers
- 0 votes
-
বয়লার বাচ্চা মুরগীর মূল্য জানতে যারা মুরগী বাচ্চা উৎপাদন করে থাকেন তাদের সাথে কথা বলতে পারেন। তারা আপনাকে সঠিক নির্দেশনা দিবেন। শুধু শুধু অন্য মানুষের সাথে কথা না বলাই ভালো। এর ফলে প্রতারনার শিকার ও হতে পারেন। ধন্যবাদ।
- 750 views
- 1 answers
- 0 votes
-
হ্যাঁ করা যাবে।
- 711 views
- 1 answers
- 0 votes
-
খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, মেয়েদের চেহারা দেখানো জায়েজ। কারণ চেহারা সতর নয়। যেমন নামাজ পড়ার সময় শুধু সতর ঢাকতে হয়। তদ্রুপ, বাস্তব জীবনেও শুধু চতর-ই ঢাকতে হয়। কানের লতি হতে অন্য কানের লতি এবং উপরের কপালের চুলের গোড়া থেকে মুখের নিচ পর্যন্ত দেখা যেতে পারে। তবে চুল মোটেও দেখা যেতে পারবে না। ইসলামে বর কন্যাকে একে অপরকে দেখে বিয়ে করার বিধানও আছে। তাই চেহারা দেখা জায়েজ।তবে অন্যন্য সতর দেখানো যাবে না।
- 557 views
- 1 answers
- 0 votes
-
বয়স কত? কারো কারো দাঁড়ি একটু দেরিতে ওঠে। ভার্সিটিতে পড়ার সময় আমার এক বন্ধুর দাঁড়ি উঠেছিল প্রায় ২৫ বছর বয়সে। এর আগে দাঁড়ি ছিল তবে খুবই সামান্য। তবে মাঝে মাঝে শেভ করতো। এখন আপনিও শেভ করতে থাকেন। নিশ্চয় উঠবে।
- 800 views
- 1 answers
- 0 votes
-
প্রাণী কোষে প্লাস্টিড থাকে না ।
- 881 views
- 1 answers
- 0 votes
-
প্রথমত কবুতরের খাঁচা পরিষ্কার করবেন। তারপর কবুতর গুলোকে ফিটকিরি পানি দিয়ে গোসল করাবেন। এতে পোকা থেকে রক্ষা পাওয়া যাবে। এরপরেও সমস্যা হলে পশু হাসপাতালে গিয়ে পরামর্শ নিতে পারেন।.
- 682 views
- 1 answers
- 0 votes
-
যেহেতু কুকুর বিড়াল উভয়ই এই রোগের বাহক তাই বিড়ালের কামড়েও জলতাংক হতে পারে। সুতরাং সন্দেহ হলে ভ্যাক্সিন নেওয়া উচিত। এবং অবশ্যই তা যতদ্রুত নেওয়া যায় তত ভাল। কামড়ানোর ১০ দিন পর (সাধারণত ৩ থেকে ৭ সপ্তাহের মধ্যে) জলাতন্কের প্রথম লক্ষণগুলো দেখা দেয়৷ লক্ষণ প্রকাশের পূর্বে চিকিৎসা শুরু করতে হবে। তাই আপনার এলাকায় না থাকলে অন্য এলাকায় গিয়ে কালকেই ভ্যাক্সিন দিয়ে নেন।
- 1220 views
- 1 answers
- 0 votes
-
*#7370# এটা দিয়ে হবে,,,,,এবং 12345
- 628 views
- 1 answers
- 0 votes
-
ভাইরাস শব্দের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস। ১৯৮০ সালে এর নামকরণ করেছেন।
- 1096 views
- 2 answers
- 0 votes