220
Points
Questions
83
Answers
43
-
আপনি বলেছেন, মিসকল সার্ভিস চালু করব কিভাবে?
কিন্তু আপনি কোন সিমে মিসকল এলার্ট সার্ভিস চালু করবেন সেটা কিন্তু বলেন নি। সুতরাং বাংলাদেশের বড় ৪ কোম্পানির মিসকল এলার্ট সার্ভিস চালু করার উপায় বলে দিলাম আপনার সুবিধার জন্য।
#গ্রামীন ফোন মিসড কল অ্যালার্ট
আপনি যদি ফোন সুইচ অফ থাকায় বা ফোন নেটওয়ার্কের বাইরে থাকায় কোন ফোনকল মিস করে থাকেন, তাহলে মিসড কল অ্যালার্ট সার্ভিস আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেবে মিস হয়ে যাওয়া কলগুলোর তথ্য।
সাবস্ক্রিপশনের নিয়ম:
এসএমএস-এর মাধ্যমে সাবস্ক্রাইব করার জন্য START (space) MCA লিখে পাঠিয়ে দিন ২৬২২২ নম্বরে অথবা ডায়াল করুন *121*6*3*1# আর নির্দেশনা অনুসরণ করুন।
এসএমএস-এর মাধ্যমে আনসাবস্ক্রাইব করার জন্য STOP (space) MCA লিখে পাঠিয়ে দিন ২৬২২২ নম্বরে অথবা ডায়াল করুন *121*6*3*2# আর নির্দেশনা অনুসরণ করুন।ট্যারিফ:
এই সার্ভিসটি গ্রামীণফোনের সব গ্রাহক উপভোগ করতে পারেন
মাসিক ফি ১০ টাকা (+ ১০% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট + মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য (বিজনেস সলিউশনস পোস্টপেইড ব্যতিত))
সকল পোস্টপেইড গ্রাহকগণ বিনামূল্যে সেবাটি উপভোগ করতে পারবেন।
সাবস্ক্রাইব/আনসাবস্ক্রাইব করার ক্ষেত্রে এসএমএস চার্জ ফ্রি।#রবি মিস্ড কল এলার্ট
আপনি যদি ফোন বন্ধ থাকায় বা নেটওয়ার্কের বাইরে থাকায় কখনো কো্নো ফোনকল মিস করে থাকেন, তাহলে MCA নামে পরিচিত মিস্ড কল অ্যালার্ট সার্ভিস আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেবে মিস হয়ে যাওয়া কলগুলোর তথ্য। রবি আপনাদেরকে এই সার্ভিসটি দিচ্ছে একদম ফ্রি!
সাবস্ক্রিপশনের নিয়ম:
সাবস্ক্রাইব করতে Start MCA লিখে পাঠিয়ে দিন ২৮২৭২ অথবা ডায়াল করুন *২৮২৭২#।
আন-সাবস্ক্রাইব করতে Stop MCA লিখে পাঠিয়ে দিন ২৮২৭২ অথবা ডায়াল করুন *২৮২৭২#।নতুন ফিচারঃ নোটিফিকেশন ব্লক
রবি দিচ্ছে ১০টি MSISDN নাম্বার ব্ল্যাকলিস্ট করার সুবিধা।
কোনো নম্বর ব্ল্যাকলিস্ট করতে ডায়াল করুন *২৮২৭২*৩# অথবা (ex: BL 01xxxxxxx20 ) লিখে পাঠিয়ে দিন ২৮২৭২ নম্বরে।
কোনো নম্বর ব্ল্যাকলিস্ট থেকে মুছে ফেলতে ডায়াল করুন *২৮২৭২*৩# অথবা লিখে পাঠিয়ে দিন ২৮২৭২ নম্বরে। লিস্ট থেকে যে নম্বরটি মুছে ফেলতে চান সেটি সিলেক্ট করুন।
অন্যান্য অফারের জন্য ডায়াল করুন *২৮২৭২##বাংলালিংক মিসকল এলার্ট সার্ভিসটি যেভাবে চালু করবেনঃ
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে start লিখে পাঠিয়ে দিন ৬২২ নাম্বারে।
আপনার ফোন স্বয়ংক্রিয়ভাবে “ডাইভার্ট হোয়েন আনরিচেবল” মোডে ৬২২ নাম্বারে ডাইভার্ট হয়ে যাবে। এসএমএসের মাধ্যমে আপনি একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।প্রতিটি মিসড কলের জন্য আপনি একটি করে মেসেজ পাবেন। প্রতিটি অ্যালার্টের পর ৬২২ নাম্বারে শুধু একটি এসএমএস করলেই মিস হয়ে যাওয়া কলটির বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন।
#টেলিটক মিসকল এলার্ট সার্ভিস
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে START MCA লিখে পাঠিয়ে দিন 22455 নাম্বারে।
(৭ দিনের জন্য ফ্রী। এর পর প্রতি মাসে ১০টাকা চার্জ + VAT কাটবে)
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
- 917 views
- 1 answers
- 0 votes
-
মিসকল এলাট মানে কি ?
মিস কল = মিস করা কল।
এলার্ট = সংকেত।অর্থাৎ মিস কল এলার্ট মানে হল, মিস করা কল এর সংকেত।
মিসকল এলার্ট সার্ভিস কি?
কোন কারণে আপনি যদি কোন কল মিস করে থাকেন তাহলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আর এই সার্ভিসটির নাম miss call alert service বা MCA।
অর্থাৎ আপনি যদি ফোন সুইচ অফ থাকায় বা ফোন নেটওয়ার্কের বাইরে থাকায় কোন ফোনকল মিস করে থাকেন, তাহলে মিসড কল অ্যালার্ট সার্ভিস আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেবে মিস হয়ে যাওয়া কলগুলোর তথ্য।
কিভাবে এটা কাজ করে?
ফোন বন্ধ থাকায় বা নেটওয়ার্কের বাইরে থাকায় আপনি যদি কখনো কো্নো ফোনকল মিস করে থাকেন, তাহলে MCA নামে পরিচিত মিস্ড কল অ্যালার্ট সার্ভিস আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়।
- 1405 views
- 2 answers
- 0 votes
-
হা ভাই,
এসএসসি পরীক্ষার রুটিন ২০২০ প্রকাশিত হয়েছে। এখানে ক্লিক করে দেখুন
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
- 723 views
- 1 answers
- 0 votes
-
গ্যালাক্সির বাংলা নাম ছায়াপথ।
- 750 views
- 1 answers
- 0 votes
-
যেসব ভগ্নাংশের হর একই তাদের সমহরবিশিষ্ট ভগ্নাংশ বলে।
- 616 views
- 1 answers
- 0 votes
-
প্রক্রিয়া প্রতীক ৪টি।
প্রক্রিয়া প্রতীক গুলো হলঃ + (যোগ), – (বিয়োগ), × (গুন), ÷ (ভাগ)
- 832 views
- 1 answers
- 0 votes
-
অজানা সংখ্যা নির্দেশ করতে বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক ব্যবহার করা হয়।
যেমনঃ মনে করে সংখ্যাটি “ক”
- 681 views
- 1 answers
- 0 votes
-
≤ (ছোট অথবা সমান)।
কোন সংখ্যা যদি বড় না হয়, তাহলে সেটা ছোট হবে অথবা সমান হবে।
তাই, ≤ (ছোট অথবা সমান) হল > (বড় নয়) এর সমার্থক প্রতীক।
- 688 views
- 1 answers
- 0 votes
-
গাণিতিক প্রতীক পাঁচ প্রকার।
যথাঃ
১) সংখ্যা প্রতীক
২) প্রক্রিয়া প্রতীক
৩) সম্পর্ক প্রতীক
৪) বন্ধনী প্রতীক
৫) অক্ষর প্রতীকপ্রতীকের নাম ও প্রতীক সংখ্যা প্রতীকঃ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০ প্রক্রিয়া প্রতীকঃ + (যোগ), – (বিয়োগ), × (গুন), ÷ (ভাগ) সম্পর্ক প্রতীকঃ > (বড়),< (ছোট), = (সমান), ≠ (সমান নয়), ≤ (ছোট অথবা সমান),≥ (বড় অথবা সমান) বন্ধনী প্রতীকঃ ( ) প্রথম বন্ধনী, { } দ্বিতীয় বন্ধনী, [ ] তৃতীয় বন্ধনী। অক্ষর প্রতীকঃ ক, খ, গ, ঘ, ইত্যাদি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
- 13967 views
- 1 answers
- 0 votes
-
কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে বোঝায়, যদি কোনো ভগ্নাংশের হর ও লবের ১ ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, এটাই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার।
- 2700 views
- 1 answers
- 0 votes