220
Points
Questions
83
Answers
43
-
নদ আর নদীর মধ্যে উৎপত্তি বা প্রকৃতিগত কোন পার্থক্য নাই, তবে যেসব নদীর নাম পুরুষবাচক অর্থে ব্যবহৃত হয় সেসব নদীকে নদ বলে।
আমাদের উপমহাদেশের সংস্কৃতিতে নদ-নদীকে নারী-পুরুষ হিসেবে ভাগ করার পেছনে পুরাণ, ধর্মীয় ও লোকজ বিশ্বাসের প্রভাবই মুখ্য। শাখা থাকুক আর নাই থাকুক, ব্রহ্মার পুত্র ব্রহ্মপুত্রকে তো আর আপনি মেয়ে ভাবতে পারেন না; তেমনিভাবে হিমালয়দুহিতা গঙ্গা, সে তো নারীই হবে। নদ ও নদীর সাথে শাখা থাকা না থাকার কোন সম্পর্ক নেই। এই দুয়ের মাঝে যা পার্থক্য আছে তা হল ব্যাকরণগত।
বাংলা, হিন্দি, ফারসি ইত্যাদি ভাষার ক্ষেত্রে, পুরুষবাচক শব্দ সাধারণত অ-কারান্ত এবং নারীবাচক শব্দ আ-কারান্ত বা ই,ঈ-কারান্ত হয়। যেমনঃ রহিম (অ-কারান্ত) -রহিমা (আ-কারান্ত, নামের শেষে আ আছে ) , রজক (অ-কারান্ত) – রজকী ( ঈ-কারান্ত, নামের শেষে ঈ আছে )। তেমনিভাবেঃ ফুল-ফুলি, কুমার-কুমারী, নদ-নদী ইত্যাদি |
তাই যে সকল ‘নদীর’ নাম পুরুষবাচক অর্থাৎ অ-কারান্ত তারা “নদ”
আর যে সকল ‘নদীর’ নাম নারীবাচক অর্থাৎ আ-কারান্ত বা ঈ,ই-কারান্ত তারা নদী।
এই কারণে ব্রহ্মপুত্রের শাখা নদী থাকলেও এটি নদ। একই কারণে নীল ‘নদী’ নয় ‘নদ’।
অনেকে আমাজন নদী বললেও উপরে উল্লেখিত কারণে তা হবে নদ।
তাই এখন থেকে যে নদীর নাম অ-কারান্ত দেখবেন, নিশ্চিন্তে তাকে নদ বলুন।
- 2548 views
- 3 answers
- 0 votes
-
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের প্রয়োজনে আমরা ×গুন এবং ÷ভাগ এই চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড দিয়ে দিতে পারি না। কারন উক্ত চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড এ নেই। কিবোর্ড ছাড়া এই চিহ্ন বা প্রতীক দিতে হলে মেনু বারের Insert+Symbol এ গিয়ে খুজতে হয়। যা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। আবার অনেক সময় খুজেও পাওয়া যায় না। তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।
কিবোর্ডের সাহায্যে যেভাবে গুন এবং ভাগ এই চিহ্ন বা প্রতীক দুটি দেয়া যায় তা হলঃ
- (× গুন) এর জন্য= কি বোর্ড এর Alt+0215 চাপুন।
- (÷ ভাগ) এর জন্য = কি বোর্ড এর Alt+0247 চাপুন।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
This answer accepted by আব্দুল্লাহ. on April 29, 2019 Earned 5 points.
- 3175 views
- 2 answers
- 1 votes
-
টেলিটকের সিম প্যাকেজ মাইগ্রেশন প্রক্রিয়া:
আপনার টেলিটক প্রিপেইড সিম Migrate বা স্থানান্তরের জন্য, অনুগ্রহ করে নীচের এই পদক্ষেপগুলি অনুসরণ করুন-
Ekush SIM এ মাইগ্রেট করুন, “21” লিখুন এবং 555 নম্বরে SMS পাঠান।
Bijoy SIM এ মাইগ্রেট করতে “Bij” লিখুন এবং 555 নম্বরে এসএমএস করুন
Shadheen SIM এ মাইগ্রেট করতে, “sha” লিখে 555 এ এসএমএস পাঠান।
মনে রাখবেন: এই মাইগ্রেশন প্রক্রিয়া কেবল টেলিটকের প্রিপেইড সিম জন্য কাজ করবে।
যদি আপনি আপনার টেলিটক পোস্টপেইড সিম Migration বা স্থানান্তরিত করতে চান তাহলে আপনার নিকটতম টেলিটক কাস্টমার কেয়ারে যান। ধন্যবাদ।
This answer accepted by আব্দুল্লাহ. on April 29, 2019 Earned 5 points.
- 5280 views
- 2 answers
- 1 votes