74
Points
Questions
7
Answers
30
-
ধান ও মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা _ ময়মনসিংহ
- 693 views
- 2 answers
- 0 votes
-
জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ সাতটি কারণ এই সাতটি স্তম্ভের দ্বারা বোঝান হয়েছে –
- ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন।
- ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন।
- ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন।
- ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
- ১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং
- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।
- 1610 views
- 2 answers
- 0 votes
-
জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভারে অবস্থিত
- 1242 views
- 2 answers
- 0 votes
-
১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- 1153 views
- 2 answers
- 0 votes
-
বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমান।
- 1187 views
- 2 answers
- 0 votes
-
হুসেইন মুহম্মদ এরশাদ।
- 924 views
- 2 answers
- 0 votes
-
স্মৃতি সৌধের ৭টি ফলক আছে
- 883 views
- 2 answers
- 0 votes
-
স্মৃতি সৌধের উচ্চতা ৪৬.৬ মিটার বা ১৫০ ফুট ।
- 971 views
- 2 answers
- 0 votes
-
জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে ১০টি গন কবর রয়েছে।
- 942 views
- 2 answers
- 0 votes
-
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। হা আছে। এখানে
মেদ ও ভুড়ি কমানোর ১০টি সহজ উপায় বলে দিলাম। পারলে কাজে লাগান।
দীর্ঘ সময় বসে বসে কাজ করা, দৈহিক পরিশ্রম কম হওয়ার কারণে পেটে মেদ জমতে থাকে। ফলে শরীরচর্চার সময় যারা বের করতে পারছেন না, তারা প্রতিদিনকার কিছু সহজ অভ্যাসের মাধ্যমে কমিয়ে ফেলতে পারেন শরীরের অতিরিক্ত মেদ।
* লেবুর রস: এক গ্লাস গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে নিন, এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন। চিনি দেবেন না। এবার পান করুন প্রতিদিন সকালে। এটি আপনার দেহের বাড়তি মেদ ও চর্বি কমাতে সব চেয়ে ভালো উপায়।
* চিনিযুক্ত খাবার খাবেন না: মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিংকস এবং তেলে ভাজা স্ন্যাক্স থেকে দূরে থাকুন। কেননা এ জাতীয় খাবারগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে, বিশেষত পেট ও উরুতে খুব দ্রুত চর্বি জমিয়ে ফেলে। তাই এগুলো খাওয়ার পরিবর্তে ফল খান।
* প্রতিদিন তিন কোয়া রসুন: প্রতিদিন সকালে উঠেই খালি পেটে ২/৩ কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন, এর ঠিক পর পরই পান করুন লেবুর রস। এটি আপনার পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করবে। তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরো বেশি সহজ করবে এটি।
* মশলা খান: রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা ঠিক নয়। তবে কিছু মশলা ওজন কমাতে সাহায্য করে ম্যাজিকের মতো। রান্নার ব্যবহার করুন দারুচিনি, আদা ও গোলমরিচ। এগুলো আপনার রক্তে শর্করার পরিমাণ কমাবে ও পেটের মেদ কমাতে সাহায্য করবে।
* মাংস থেকে দূরে থাকুন: অতিরিক্ত চর্বিযুক্ত মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন। এর বদলে বেছে নিতে পারেন কম তেলে রান্না করা চিকেন।
* পর্যাপ্ত ঘুমান: ঘুম ভালো হলে শরীরে মেদ কম জমে এবং জমা মেদও ঝরতে সাহায্য করে।
* মানসিক চাপের বোঝা বইবেন না : মানসিক চাপ যতটা পারবেন কম নেওয়ার চেষ্টা করুন। কারণ মানসিক চাপের ফলে আপনার শরীরে নানারকম সমস্যা তৈরি হতে পারে। ফলে শরীরের পাচন ক্ষমতা কমে যায় এবং শরীরে মেদ জমতে শুরু করে।
* প্রচুর পানি পান করুন: প্রতিদিন প্রচুর পানি পান করার ফলে এটা আপনার দেহের মেটাবলিজম বাড়ায় ও রক্তের ক্ষতিকর উপাদান প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। মেটাবলিজম বাড়ার ফলে দেহে চর্বি জমতে পারে না ও বাড়তি চর্বি ঝরে যায়।
* কাজে সক্রিয় হন: অফিসের কাজ আজকাল বসে বসে হয়, সেখানে শরীরের সচল হওয়ার খুব একটা সুযোগ নেই। তাই চেষ্টা করুন একটি আগের বাসস্টপে নেমে হেঁটে বাকি রাস্তা যান, সিঁড়ি দিয়ে উঠুন। এর ফলে শরীর অনেকটা সক্রিয় হয়। মেদ জমার সুযোগই পাবে না।
* প্রতিদিন ফল ও সবজি খান: প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক বাটি ভর্তি ফল ও সবজি খাবার চেষ্টা করুন। এতে আপনার শরীর পাবে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেল ও ভিটামিন। আর এগুলো আপনার রক্তের মেটাবলিজম বাড়িয়ে পেটের চর্বি কমিয়ে আনবে সহজেই।
ধন্যবাদ।
- 798 views
- 1 answers
- 0 votes