9
Points
Questions
1
Answers
3
-
ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন নাকি টাকা খরচ করে ওয়েবসাইট তৈরি করবেন।
ফ্রি ওয়েবসাইট এর ক্ষেত্রে ব্লগার এর মাধ্যমে নিজেই বানিয়ে নিতে পারবেন ফ্রি ওয়েবসাইট। তবে এক্ষেত্রে পেইড এর মতো অতটা সুযোগ সুবিধা পাবেন না।
আর যদি আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে প্রথমে আপনার প্রয়োজন হবে একটি ডোমেইন, একটি হোস্টিং, এবং সাইটের জন্য একটি থিম।
এরপরে হোস্টিংএ ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেসে থিম ইন্সটল দিয়ে নিজের পছন্দ মতো ডিসাইন করে খুব সহজেই একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন।
- 7080 views
- 3 answers
- 0 votes
-
আপনি এই প্লাগিন ব্যাবহার করে দেখতে পারেন যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকেঃ https://wordpress.org/plugins/disable-right-click-for-wp/
- 636 views
- 1 answers
- 0 votes
-
অনলাইনে অর্থ উপার্জনের অন্যতম সেরা এবং জনপ্রিয় একটি মাধ্যম হল সি পি এ মার্কেটিং (CPA Marketing)। সিপিএ (CPA) এর পূর্ণরূপ হলঃ C=Cost, P=Per, A= Action।
অন্যান্য কাজের সাথে তুলনা করলে সি পি এ মার্কেটিং এর কাজ তুলনামূলক সহজ এবং অল্প পরিশ্রমে করা যায়। বিভিন্ন পণ্য বা সেবা প্রদানকারি কোম্পানি তাদের বিক্রয় বৃদ্ধির জন্য অফার প্রদান করে থাকে। অফারগুলো প্রোমট বা তাদের সেইসকল পণ্যের মার্কেটিং করার জন্য মূলত এসব অফার প্রদান করে। আর একজন সিপিএ মার্কেটার তার গ্রাহক অনুযায়ী অফার নির্বাচন করে এবং বিভিন্ন দেশের ক্রেতাগনের নিকট সেইসব অফার তুলে ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে। যদি কোন গ্রাহক পণ্য ক্রয় করে বা সেবা গ্রহণ করে সেই অফারের বিনিময়ে কিছু অংশ কোম্পানি আপনাকে প্রদান করবে। আর এটিই হল সিপিএ মার্কেটিং।
এখানে একদম ছোট করে বুঝানোর জন্য উত্তর দেয়ার চেষ্টা করলাম, যদি আপনি শুরু করতে চান তাহলে গুগোল অথবা ইউটিউব থেকে সিপিএ মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে শুরু করতে পারেন প্রাথমিক পর্যায়ে, অথবা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কোর্স করতে পারেন।
- 8881 views
- 2 answers
- 1 votes