কিভাবে ছেলে দের আকর্ষণ করা যায়?
আমি ১টা মেয়ে। ১০ম শ্রেণিতে পড়ি। দেখতে কিছুটা সুন্দর। খুব সুন্দরী বলতে যা বঝাই তা না। কিন্তু কোন ছেলে আমার সাথে কথা বলে না। আমার সাথে প্রেম করার দরকার নেই কিন্তু বান্ধবী হিসেবে তো কথা বলতে পারে। তাও বলে না। আমার খুবই ইচ্ছা ছেলে বন্ধুদের সাথে মেলা মেশা করা। কিন্তু কাওকে বলতে পারি না।
এখন কি করতে পারি?
আপনি সব কিছু ছেড়ে বই কে ভালবাসেন। বই আপনাকে সব কিছু দিবে যেটা আপনি কোন ছেলে থেকে পাবেন না। আমারও বন্ধু অনেক কম তাই বইকে বন্ধু হিসেবে বেছে নিয়েছি।সব থেকে বড় কথা প্রতারিত হওয়ার সুযোগ নেই এখানে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সৎ ও সু পরামর্শ দেয়ার জন্য।