• Ask a Question
  • Create a Poll
200
    Ask a Question
    Cancel
    200
    More answer You can create 5 answer(s).
      Ask a Poll
      Cancel
      1 Answers
      Brong

      জটিল বা মিশ্র বাক্য কাকে বলে?

      যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে এক বা একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।

      জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে। এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে। প্রতিটি খণ্ড-বাক্যের পরে কমা (,) বসে।

      তাই আমরা এভাবে বলতে পারি।

      জটিল বা মিশ্র বাক্য হল, যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।

      যেমন –
      * যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য)

      * যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে।

      * কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।

       

      জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় কি?

      জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায়ঃ

      এ ধরনের বাক্যে সাধারণত যে- সে, যত- তত, যারা- তারা, যাদের- তাদের, যখন- তখন – এ ধরনের সাপেক্ষ সর্বনাম পদ থাকে। দুইটি অব্যয় যদি অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, তবে তাকে সাপেক্ষ সর্বনাম বলে।

      আবার যদি – তবু, অথচ- তথাপি– এ রকম কিছু পরস্পর সাপেক্ষ সর্বনাম/অব্যয়ও জটিল/মিশ্র বাক্যে ব্যবহৃত হয়।তবে এ ধরনের অব্যয় ছাড়াও জটিল বা মিশ্র বাক্য হতে পারে।

       

      Answered by Knowledge World on April 22, 2019..