• Ask a Question
  • Create a Poll
200
    Ask a Question
    Cancel
    200
    More answer You can create 5 answer(s).
      Ask a Poll
      Cancel
      1 Answers
      Brong

      বাগধারা

      বাগধারা  মানে হল ‘কথার ধারা ’। পৃথিবীর সব ভাষাতেই এমন কতগুলো শব্দ আছে সেগুলো নিছক ব্যাকরণগত বা আভিধানিক অর্থ মাত্র প্রকাশ করে না। এগুলোর অন্তর্নিহিত ভাব বা অর্থই প্রধান। এ সব শব্দ সমষ্টিকেই বাগধারা বলা হয়ে থাকে।

      যেমনঃ

      আক্কেল সেলামী (নির্বুদ্ধিতার শাস্তি) – বিনা টিকেটে যারা রেল ভ্রমণ করে তাদেরকে মাঝে মধ্যে আক্কেল সেলামী দিতে হয়।

      এখানে “আক্কেল সেলামী” শব্দের অর্থ প্রকাশ করে নি। এখানে “আক্কেল সেলামী” শব্দের বিশেষ অর্থ প্রকাশ করেছে। আর এই বিশেষ অর্থ  হল (নির্বুদ্ধিতার শাস্তি) এই ধরনের শব্দ সমষ্টিই হল বাকধারা। 

      কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় । [বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী]

      এক কথায় বাকধারা হলঃ

      আক্ষরিক অর্থ না প্রকাশ করে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বা বিশিষ্টার্থক শব্দ বলে ।

       

      Answered by Knowledge World on September 26, 2018..