• Ask a Question
  • Create a Poll
200
    Ask a Question
    Cancel
    200
    More answer You can create 5 answer(s).
      Ask a Poll
      Cancel
      Brong

      যদি লক্ষ্য থাকে অটুট – Jodi lokkho thake otut

      যদি লক্ষ্য থাকে অটুট – 

       

      যদি লক্ষ্য থাকে অটুট
      বিশ্বাস হৃদয়ে
      হবেই হবে দেখা
      দেখা হবে বিজয়ে

      তোমার আছে পদ্মা মেঘনা
      তোমার আছে কর্নফুলী যমুনা
      হাসন লালন ভাটিয়ালী
      বাউল গানে পাবে
      রক্তের ঠিকানা

      তোমার আছে সবুজের মাঝে লাল
      তোমার আছে অনন্ত আকাশ
      সুকান্ত নজরুল জীবনানন্দে
      তুমি পাবেই পাবে
      হৃদয়ের বিশ্বাস

      অনেক আশা তোমার
      অনেক কল্পনা
      হৃদয় উজার করে বন্ধু
      তোলো সূরের মূর্ছনা
      গলা ছেড়ে গাও বন্ধু
      হৃদয় থেকে তুলে এক নদী আনো অনুভব
      দ্বিধা সংশয় মুছে করো
      অসম্ভব কে সম্ভব

      বুকে সাহস রেখে বন্ধু আগাও
      অবাক বাংলাকে দেখিয়ে দাও
      তুমি পারো তুমি পারো
      বাঁধার দেয়াল তুমি ভাঙ্গতে পারো
      মন খুলে গাও বন্ধু
      স্বপ্নে স্বপ্নে ভরে আছে তোমার নিঃশ্বাস
      জানি তুমি পৌছে যাবে
      বিজয়ে আছে বিশ্বাস

      যদি লক্ষ্য থাকে অটুট
      বিশ্বাস হৃদয়ে
      হবেই হবে দেখা
      দেখা হবে বিজয়ে ।।।

       

      যদি লক্ষ্য থাকে অটুট – 

      জানিনা গানটি কে লিখেছে, তবে সকল কাজের আশা জাগায়। আমার প্রিয় একটি গান।

      1 Answers
      Brong
      [youtube
       
      “যদি লক্ষ্য থাকে অটুট – Jodi lokkho thake otut” গানটির ভিডিও দেখুন। 
       
      Answered by Azad Rahaman on October 31, 2018..